মতামত

জরুরী সাহায্য

অনুদান তথ্য
শতভাগ রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের জন্য

কেন্দ্রীয় তহবিল

এই তহবিল শতভাগ রপ্তানিমুখী শিল্পের শ্রমিক ও তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গঠিত। মোট রপ্তানিমূল্যের ০.০৩% এই তহবিলের মূল উৎস। তহবিলের অর্থ সুবিধাভোগী কল্যাণ ও আপদকালীন—এই দুই ভাগে ব্যবহৃত হয়। কারখানা বন্ধ বা স্থানান্তরের ক্ষেত্রে পাওনা পরিশোধ ও স্বাস্থ্য বীমা পরিচালনাও এখান থেকে হয়।

এমপ্লয়মেন্ট ইনজুরি স্কীম (EIS)-এর মাধ্যমে মাসিক সহায়তা প্রদান করা হয়।


প্রদত্ত সেবাসমূহ

শ্রমিক ও তাদের পরিবারের জরুরি চিকিৎসা ব্যয়ের সহায়তায় এ অনুদান প্রদান করা হয়। প্রয়োজনীয় মেডিকেল ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করা যায়।

আবেদন করুন

শ্রমিকের নিজের অথবা তার সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা ব্যয়ের সহায়তার জন্য এ অনুদান প্রদান করা হয়। বিদ্যালয়, কলেজ ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।

আবেদন করুন

দূর্ঘটনা অথবা স্বাভাবিকভাবে শ্রমিকের মৃত্যুর কারণে পরিবারের আর্থিক সঙ্কট লাঘবের জন্য পরিবারকে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়।

এইক্ষেত্রে দূর্ঘটনাজনিত মৃত্যু হলে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কীম (EIS)-এর মাধ্যমেও মাসিক সহায়তা প্রদান করা হয়।

আবেদন করুন

নারী শ্রমিকের নিজের অথবা পুরুষ শ্রমিকের স্ত্রীর মাতৃত্বকালীন চিকিৎসা ও বিশ্রামকালীন ব্যয়ে সহায়তা হিসেবে এ অনুদান প্রদান করা হয়।

আবেদন করুন

শ্রমিক দূর্ঘটনাজনিত কারণে অথবা স্বাভাবিক কারণে স্থায়ী ভাবে অথবা আংশিক ভাবে কাজে অক্ষম হলে এই সহায়তা প্রদান করা হয়।

এইক্ষেত্রে দূর্ঘটনাজনিত অক্ষমতা হলে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কীম (EIS)-এর মাধ্যমেও মাসিক সহায়তা প্রদান করা হয়।

আবেদন করুন
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক তথা সকল সেক্টরের জন্য

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন

ফাউন্ডেশনের লক্ষ্য হলো সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠানকে তহবিলে লভ্যাংশ প্রদান নিশ্চিত করে দেশের সব স্তরের শ্রমিক ও তাদের পরিবারকে সেবার আওতায় আনা। এটি ২০০৬ সালে প্রণীত আইনের ভিত্তিতে পরিচালিত (২০১৩ সালে সংশোধিত)। এর মূল রূপকল্প হলো শ্রমিকদের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা।

১৯‌৬৮ সালের কোম্পানির মুনাফা আইনের আধুনিক সংস্করণ।


প্রদত্ত সেবাসমূহ

কর্মজীবীগণ ও তাদের পরিবারের জরুরি চিকিৎসা ব্যয়ের সহায়তায় এ অনুদান প্রদান করা হয়। প্রয়োজনীয় মেডিকেল ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করা যায়।

আবেদন করুন

কর্মজীবীর নিজের শিক্ষাবৃত্তি ও শিক্ষা ব্যয়ের সহায়তার জন্য এ অনুদান প্রদান করা হয়। শুধু মাত্র স্নাতক পর্যায়ের কর্মজীবী শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।

আবেদন করুন

দূর্ঘটনা অথবা স্বাভাবিকভাবে কর্মজীবীর মৃত্যুজনিত আর্থিক সঙ্কট লাঘবের জন্য পরিবারকে এককালীন আর্থিক সহায়তা দেওয়া হয়। এক্ষেত্রে তার পরিবারকে প্রয়োজনীয় পরিচয় ও কাগজপত্র জমা দিতে হয়।

আবেদন করুন

নারী কর্মজীবী অথবা পুরুষ কর্মজীবীদের স্ত্রী-দের মাতৃত্বকালীন চিকিৎসা ও বিশ্রামকালীন ব্যয়ে সহায়তা হিসেবে এ অনুদান প্রদান করা হয়।

আবেদন করুন

এমপ্লয়মেন্ট ইনজুরি স্কীম (ইআইএস)

কেন্দ্রীয় তহবিলের আওতায় কোনো শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে অথবা শারীরিকভাবে স্থায়ীভাবে অক্ষম হয়ে গেলে সেই শ্রমিক ও তার উত্তরাধিকারীদের মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

কেন্দ্রীয় তহবিল এবং এর সেবা সম্পর্কিত

তথ্য জানতে যোগাযোগ করুন

যোগাযোগ

যোগাযোগের তথ্য

শ্রম ভবন, ১৯৬ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী
বিজয়নগর, ঢাকা-১০০০

ফোন: 01776 480 285

ই-মেইল: centralfund.mole@gmail.com

আরো জানতে,